স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী কারাগারে
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অভিযোগে ফজলু তালুকদার (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপালপুর পৌরসভার সুন্দর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত নারীর নাম আসমা বেগম (৩৫)। তিনি জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। গ্রেফতার ফজলু সুন্দর পশ্চিমপাড়া গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফজলু ও আসমা বেগম দম্পতির দুই সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে মেয়ের ওড়না দিয়ে আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন ফজলু। পরে মেয়ের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তারা ফজলুকে আটক করে পুলিশে দেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম