রুমায় পাহাড়ের খাদে পর্যটকবাহী গাড়ি, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। 

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রুম-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

jagonews24

নিহতরা হলেন- ডা. ফিরোজা খাতুন (৫০) ২৯তম বিসিএস ও অনার্স পড়ুয়া শিক্ষার্থী জয়নাব (২৪)। তারা দুজনই ‘ভ্রমণ কন্যা’ গ্রুপের সদস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে যায়। শনিবার ফেরার পথে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি ভি-৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত পর্যটকরা মাগুরার বাসিন্দা বলে জানা গেছে।

jagonews24

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান,  হতাহতদের উদ্ধারে কাজ চলছে। তাদের পরিচয় পরে জানানো হবে।

নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।