অভিযানে গিয়ে হামলার শিকার মেরিন ফিশারিজ অফিসার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ জানুয়ারি ২০২৪

ভোলার লালমোহনে অবৈধ জাল জব্দ করতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ (৩১)। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন থানায় মামলা করেছেন ওই কর্মকর্তা।

লালমোহন উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া স্লুইচগেট এলাকায় তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা অবৈধ বেহুন্দি জাল ও ট্রলার জব্দ করেন। এতে স্থানীয় জেলে আলিউদ্দিন মাঝি, সুজন মাঝি ও আলী নূর মাঝির নেতৃত্বে প্রায় শতাধিক পুরুষ ও নারী জেলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জাল ও ট্রলার ছিনিয়ে নেন। এ সময় তাকে ট্রলার থেকে ফেলে দেন হামলাকারীরা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, মেরিন ফিশারিজ অফিসার বাদী হয়ে রাতে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।