অটোরিকশাচালককে অর্ধনগ্ন করে দাঁড় করিয়ে রাখা এসআইকে প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজিচালিত অটোরিকশায় পর্দা না থাকায় চালকের কাপড় খুলে অর্ধনগ্ন করা উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে এসআই হাসিবুল হাসানকে প্রত্যাহার করে নিয়ে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তিনি দুপুরেই থানা ত্যাগ করেছেন।

আরও পড়ুন: পর্দা না থাকায় সিএনজি চালকের কাপড় খুলে দাঁড় করিয়ে রাখলেন এসআই-

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে টহল দেওয়ার জন্য আনা অটোরিকশার একপাশে পর্দা না থাকায় ভূঞাপুর থানার এসআই হাসিবুল হাসান চালকের শরীরে জামাকাপড় খুলে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখেন। বিষয়টি জানতে পেরে অন্যান্য চালকরা বিক্ষোভ করেন।

পরে এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে অভিযুক্ত এসআইকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এরপরই তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

আরিফ-উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।