জামালপুরে স্কুল থেকে ৬ জুয়াড়ি আটক
জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শেড ঘর (পরিত্যক্ত) থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২), মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল (১৯)।
অন্যদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়ার ছেলে আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে শুক্রবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।
নাসিম উদ্দিন/এনআইবি/জিকেএস