তীব্র শীতে স্কুল বন্ধ, তবুও হলো ক্রীড়া প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। পরে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেন। কিন্তু এসবের কিছুই মানা হয়নি চিলমারী উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা উপেক্ষা করে ষষ্ঠ শ্রেণির পরীক্ষা ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম। এছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তীব্র শীতে স্কুল বন্ধ, তবুও হলো ক্রীড়া প্রতিযোগিতা

এ বিষয়ে প্রধান শিক্ষক তৈয়ব আলী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিঠি পেয়েছি দুপুর ১২টার দিকে। চিঠিতে খেলাধুলা বন্ধের কথা উল্লেখ ছিল না।’

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী বলেন, ‘চিঠিটা পেয়েছি সাড়ে ১১টার দিকে। চিঠিতে ক্লাস বন্ধের কথা থাকলেও খেলাধুলা বন্ধের কথা উল্লেখ ছিল না। তাছাড়া চিলমারীতে রোদ উঠেছে তো।’

জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা একসঙ্গে সারাদেশে হচ্ছে। খেলাধুলা করলে শরীরে শীত প্রভাব ফেলতে পারে না। তবে রুমে পরীক্ষা নেওয়াটা ঠিক হয়নি।

তীব্র শীতে স্কুল বন্ধ, তবুও হলো ক্রীড়া প্রতিযোগিতা

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কিন্তু চিঠিতে খেলাধুলা বন্ধের নির্দেশনা ছিল না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুল চালু রেখে ক্রীড়া প্রতিযোগিতার বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।