মায়ের কোলে ঘুমন্ত শিশুকে হত্যা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় আঘাতে মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস কর্মকর্তা আনোয়ার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাতেম আলীর ছেলে হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

র‌্যাব জানায়, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান। গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলী ও তার লোকজন আব্দুল মালেকের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে থাকা কলার ছড়া কেটে নিয়ে যাচ্ছিলেন। এসময় আব্দুল মালেকের স্ত্রী মোমেনা খাতুন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কাঠ দিয়ে মোমেনার মাথায় আঘাত করলে তা কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের শরীরে লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

এইচ এম কামাল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।