সিগারেট নিতে গিয়ে যৌন নির্যাতনের শিকার শিশু, দোকানি আটক
বান্দরবানে সিগারেট আনতে গিয়ে ৯ বছর বয়সী এক কন্যা শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুল মজিদ (৬৫) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয় তাকে।
আটক আব্দুল মজিদ(৬৫) বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজঘোনা গোদারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
শিশুটির পরিবার জানায়, তার মা জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০২৩ সালের ২ ডিসেম্বর প্রতিদিনের মতো কাজে যান। স্কুল বন্ধ থাকায় ওই দিন সকাল ১০ টার দিকে শিশুটির চাচা সিগারেট আনতে পার্শ্ববর্তী আব্দুল মজিদের (৬৫) দোকানে পাঠান। এসময় দোকানে সিগারেট কিনতে গেলে আশেপাশে কেউ না থাকায় যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন।
পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে শিশুটির মা বাদি হয়ে আব্দুল মজিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল মজিদকে আটক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মকবুল বলেন, রোববার (৭ জানুয়ারি) সাত বছর বয়সী আরেক কন্যা শিশু আব্দুল মজিদের দোকানে কেনাকাটা করতে গেলে তাকেও একা পেয়ে একইভাবে যৌন নির্যাতন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে জানান, এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
নয়ন চক্রবর্তী/এনআইবি/জিকেএস