দিনাজপুরে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১০ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে।

ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মন্জু রায় চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান নীরু সামশুন্নাহার ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

প্রতিযোগিতা দেখতে আসা খাজানুর বলেন, গ্রামাঞ্চলের মানুষের জন্য বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। ভোটের পর গ্রামাঞ্চলের মানুষ প্রতিযোগিতা উপভোগ করছেন।

এ বিষয়ে আতাউর রহমান মিল্টন জানান, সুন্দরভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক, খ ও গ বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।