মধ্যরাতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে ইউনিয়নের মালোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরিফ তালুকদার ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে। অগ্নিকাণ্ডের পর কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রতিবেশীদের ধারণা, দাহ্য পদার্থ দিয়ে কেউ আগুন দিয়েছেন।

প্রতিবেশী রাশেদুল ইসলাম তানসেন বলেন, ‘রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন জ্বলতে দেখি। আমরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে কেউ পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এসময় ওই ঘরে কেউ ছিলেন না।’

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান বলেন, আগে খবর দিলে হয়তো কিছুটা হলেও রক্ষা করা যেতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা। বাকিটা তদন্তের পরে জানা যাবে।

ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিলেন না। আগুন কীভাবে লেগেছে জানি না। তবে প্রতিবেশীরা ফোন করে বলেছেন, আগুন লাগার পর তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।