সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী
‘সহিংসতা বন্ধ না হলে দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে’
মেহেরপুর-১ আসনের বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে। পরাজিত প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারধর এবং ক্ষেতের ফসলের ক্ষতি করছে। এ সহিংসতা বন্ধ না হলে আওয়ামী লীগের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, সোমবার (৮ জানুয়ারি) রাতে বাগোয়ান গ্রামে সংঘর্ষসহ বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ক্ষেতের ফসল নষ্ট করা হয়েছে। বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন এখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তাই সহিংসতা দমনে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এতে প্রতিটি গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই নেতাকর্মীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিজান আলী, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ অন্য নেতারা।
আসিফ ইকবাল/এএইচ/জেআইএম