‘নৌকা ঝড়ে’ জামানত হারালেন খাগড়াছড়ির তিন নতুন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে এসেই ‘নৌকা ঝড়ে’ জামানত হারালেন তিন নতুন মুখ। ভোটের মাঠে হেভিওয়েট প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে চ্যালেঞ্জ করা এই তিনজনের জামানত হারানোর বিষয়টি এখন মুখে মুখে।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. মোস্তফা।

২৯৮ খাগড়াছড়ি আসনে ২ লাখ ৫৭ হাজার ৬৫৪ কাস্টিং ভোটের বিপরীতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯৫২৬ ভোট ও এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থী মো. মোস্তফা পেয়েছেন ৮৪৫৬ ভোট।

এ আসনে ২ লাখ ২০ হাজার ৮৭৬ ভোট পেয়ে হ্যাটট্রিক জয় পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।