লক্ষ্মীপুর-১

পুনরায় সংসদ সদস্য নির্বাচিত আনোয়ার খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

অডিও শুনুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান। তিনি ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৩.৬৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। লক্ষ্মীপুর-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬১ হাজার ৭৯৩ জন। আসনটির ৮৫টি ভোটকেন্দ্রের ৫৯১ ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বিজয়ী আনোয়ার খান ২০১৮ সালে এ আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নিকটতম প্রতিদ্বন্দ্বী পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

কে কে/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।