ভোটগ্রহণ শেষে বর্জনের ঘোষণা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসে মনোনীত ডাব মার্কার প্রার্থী হিরো আলম।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

হিরো আলম বলেন, এবারের নির্বাচনেও নানারকম অনিয়ম হয়েছে। এসব নিয়ে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে কথা বলবো।

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।