গাজীপুরে কেন্দ্র পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় তারা দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এই প্রতিনিধি দলে কারা ছিলেন তা জান জায়নি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এসময় তারা ভোট প্রদান দেখেন ও ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কি না, এসব বিষয়েও জানতে চান। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।

এমএআই/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।