অন্য চেহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই ( চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

অডিও শুনুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির হরতালের কারণে একেবারে অন্য চেহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পুরোপুরি ফাঁকা দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়কটি।

রোববার (৭ জানুয়ারি) ভোর থেকে কোনো ধরনের যানবাহন চোখে পড়েনি। মানুষের উপস্থিতি একেবারে কম।

সরেজমিনে দেখা গেছে, সড়ক শুনসান নিরব। চিরচেনা আগের চেহারা দেখা যাচ্ছেনা। নেই ছোট-বড়, যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়িও।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন ও বিএনপির হরতালের কারণে রাস্তায় গাড়ি চলাচল একেবারেই কম। এছাড়া অনেকে আতঙ্কে গাড়ি বের করেননি। আবার অনেক গাড়ি নির্বাচনের দায়িত্ব পালন করার কারণে ভোটকেন্দ্রে চলে গেছে।

MIR-(2).jpg

গাড়ি চালক নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, নির্বাচন তার ওপর বিএনটির হরতাল তাই গাড়ি নিয়ে বের হইনি। সুযোগ পেলে ভোট দিতে যাবো।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, নির্বাচনের কারণে কিছু গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এছাড়া অনেক গাড়ি ভোটের ডিউটিতে থাকায় মহাসড়কে গাড়ি চলাচল কমে গেছে। বিএনপির হরতালের প্রভাবও থাকতে পারে।

এম মাঈন উদ্দিন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।