হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হাসপাতালের বেড ভেঙে পড়ে গেছেন এক রোগী।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ওই রোগীর নাম নুরনেছা বেগম (৫৫)। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যার দিকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেড ভেঙে পড়ে যান তিনি।

নুরনেছা বেগম বলেন, ‘আজ সকালে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হই। আমাকে ২৬ নম্বর বেডে জায়গা দেওয়া হয়। কিন্তু বেডটি নড়বড়ে ছিল। সন্ধ্যার দিকে আমার ছেলে নুর হাসান (১২) বেডের ওপর বসলে এটি ভেঙে পড়ে যায়।’

এ বিষয়ে চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বেডটি খারাপ ছিল কেউ বুঝতে পারেননি। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি। নষ্ট বেডটি সরানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।