ট্রাকের ধাক্কায় জাপা প্রার্থী নুরুল ইসলাম আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বগুড়া-৩ আসনের সংসদ সদস্য।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, উপজেলার আক্কেলপুর সড়কের নিজ বাসভবন থেকে নুরুল ইসলাম আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে যাচ্ছিলেন। পথে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বগুড়াগামী একটি মালবাহী ট্রাক তার ব্যবহৃত প্রাইভেটকারে ধাক্কা দেয়। এসময় কিছুটা আঘাত পান ও অসুস্থবোধ করেন নুরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।