ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

ফরিদপুরের সালথায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া পশ্চিমপাড়া চন্ডির ভিটা এলাকার মৃত এলেম মাতুব্বরের ছেলে আওয়াল মাতুব্বরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওয়াল মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘আমার এক ছেলে প্রবাসী এবং এক ছেলে অনার্সে পড়ে। ছেলেমেয়ের লেখাপড়ার সুবাদে আমরা ফরিদপুরে থাকি। প্রবাস থেকে আমার ছেলে বাড়িতে এসেছে। নির্বাচনে তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার ঈগল পাখি মার্কার সমর্থনে কাজ করছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচনে ক্যাম্পিং করার সময় লাবলু চেয়ারম্যানের ভাই আবুল হোসেন ৫০-৬০ জন লোক নিয়ে মারপিট করার উদ্দেশ্যে ধাওয়া করে আমার ছেলেদের এলাকাছাড়া করে। এরপর আমি রাত সাড়ে ৩টার দিকে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে।’

তিনি বলেন, ‘আমি এসে দেখি বিদ্যুতের তার খুলে রেখে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমার ছেলে প্রবাসে থাকে। আমরা মাঝে মধ্যে বাড়িতে এসে থাকি। বাড়িতে সব মালামাল ছিল। এ ঘটনায় আমার প্রায় পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, ‘ওর বাড়ি ওরা নিজেরা পুড়িয়েছে। তারা নিজে মার্ডার করে মানুষের নামে মামলা দেয়। এই নোংরামি রাজনীতি আমি করি না।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান বালী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। এ বিষয়ে সালথা থানাপুলিশকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।