গাজীপুরের পাঁচ আসনে ৫৯৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
গাজীপুরের পাঁচ আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯৫টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ৩৪০টি কম গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গাজীপুর-১ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি। গাজীপুর-২ আসনে মোট ভোট কেন্দ্র ৪০০টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ২৯৭টি ও কম গুরুত্বপূর্ণ ১০৩ টি কেন্দ্র। গাজীপুর-৩ আসনে ১৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ।
গাজীপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১২২টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৭২টি, কম গুরুত্বপূর্ণ ৫০টি কেন্দ্র। গাজীপুর-৫ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১০৫টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৪টি ও কম গুরুত্বপূর্ণ ৫১টি কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্র গুলোতে র্যাব, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হবে।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র গুলোতে র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সোনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বপালন করবেন।
গাজীপুরের পুলিশ সুপার এস এম কাজী সফিকুল আলম বলেন, নির্বাচনের কেন্দ্র গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাব দায়িত্বপালন করবে। নির্বাচনের ভোট কেন্দ্র সমূহে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস