মিথ্যা মামলায় বিপদে না ফেলার নিশ্চয়তা দিলেন নৌকার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

দলীয় কোনো নেতাকর্মী কাউকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিপদে ফেলতে পারবে না বলে নিশ্চয়তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দির গণি শাহর মাজার প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় তিনি এ নিশ্চয়তা দেন।

ফয়জুর রহমান বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী নবীনগর এলাকার অধিবাসী। আমরা শিক্ষা-দীক্ষায় অনেক উন্নত। কিন্তু আমাদের একটি দোষ আছে, তা হচ্ছে আমরা বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত। যেহেতু দাঙ্গায় লিপ্ত থাকি সেজন্যে এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি, সবার সঙ্গে মিলেমিশে দাঙ্গা নিরসনে কাজ করবো। আমি নিরপেক্ষভাবে সবার হয়েই কাজ করবো। আমরা নবীনগরকে একটি শান্তির নবীনগর হিসেবে দেখতে চাই।’

তিনি বলেন, ‘আমি অন্যায়কে প্রশ্রয় দেবো না এবং কোনো দলের পক্ষ নেবো না। আমাকে আশেপাশের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অতীতেও আমি এমপি থাকার সময় কারো কথায় নিয়ন্ত্রিত হইনি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন সায়ানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লাল মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন ও নুরুন্নাহার বেগম প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।