‘আজান হচ্ছে’ বলে বক্তব্যে বিরতি দিলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মসজিদের মাইকে আজান বেজে উঠে। আর সেই আজানের শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে বক্তব্যে বিরতি টানেন তিনি। সেই সঙ্গে যতক্ষণ আজান চলে ততক্ষণ বক্তব্য বন্ধ রাখেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার শামসুজ্জৌহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এদিন এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশের আয়োজন করা হয়।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের এ সমাবেশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর সোয়া ৩টায় সভামঞ্চে উঠেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও সংসদ সদস্য প্রার্থী শামীম ওসমান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বক্তব্য দেন।

তাদের বক্তব্য দেওয়ার পর প্রধামন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর পাশের মসজিদে আসরের আজান শুরু হয়। আজানের সুর কানে ভেসে আসার সঙ্গে সঙ্গে আজান হচ্ছে বলে তিনি বক্তব্যের বিরতি দেন।

আসরের আজান চলাকালে পুরো সময় বক্তব্য বন্ধ রাখেন প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরাও নীরবতা পালন করেন। আজান শেষ হলে ফের বক্তব্য শুরু করেন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সেই সঙ্গে সমাবেশের দিন নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। সমাবেশস্থলের আশপাশের এলাকাতেও হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।