ভোটের অধিকার আদায়ের জন্যই ভোটে দাঁড়িয়েছি: কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দীর্ঘ কয়েক বছর দেশে কোনো নির্বাচন হয় না। মানুষের ভোটের কোনো অধিকার নেই। আমরা গামছা মার্কারা ভোটের অধিকার চাই। ভোটের অধিকার আদায়ের জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সখীপুরে উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে গামছা মার্কার মিছিলে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বেকুব নেতাদের বলি, ভোটকেন্দ্রে ভোটার আমার দরকার না; ভোটকেন্দ্রে ভোটার শেখ হাসিনার দরকার। বাইরের দুনিয়ার কাছে তাকে মুখ দেখাতে হবে। সেজন্য আপনারা ভোটকেন্দ্রে যাবেন, মা-বোনদের নিয়ে যাবেন।’

jagonews24

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা ভোট চুরি করতে যাবে তাদের ধরবেন। আমি তাকে সম্মানজনক পুরস্কার দেবো। এবার রক্ষা নাই। জাল ভোট চলবে না, চলবে না।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কন্যা কুড়ি সিদ্দিকী, বঙ্গবীরের সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রমুখ।

আরিফ-উর রহমান টগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।