বিএনপি দেশের মানুষের ভালো চায় না: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি দেশের মানুষের ভালো চায় না। তারা চায় বাংলাদেশ পিছিয়ে থাকুক। বাংলাদেশে বিশৃঙ্খলা লেগে থাকুক। সেই সঙ্গে দেশে যে সম্পদ আছে সেটি তারা পাচার করতে চায়।

বুধবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের সার্বিক চিত্র উন্নয়নের মাধ্যমে বদলে দিয়েছেন। যার কারণে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে।

jagonews24

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ব্রিটিশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বিরুদ্ধে নালিশ করছে। কিন্তু তারা ভুলে গেছে আমরা কোনো দেশের কথায় চলি না। আমাদের দেশ আমরা চালাবো প্রচলিত আইন অনুযায়ী।

সমাবেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।