রাজবাড়ীতে মাদক মামলায় দুজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:২৭ এএম, ০২ জানুয়ারি ২০২৪

রাজবাড়ীতে মাদক মামলায় দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া শামসু মাস্টারের পাড়ার মৃত নাজমুল হোসেনের ছেলে মো. রতন মিয়া (২৮) ও দৌলতদিয়া শাহ বেপারী পাড়ার মৃত অহেদ মন্ডলের ছেলে মোশারফ মন্ডল (৩২)।

রায় ঘোষণার সময় আসামি রতন মিয়া পলাতক ছিলেন। অন্য আসামি মোশারফকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা‌ গে‌ছে, গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অভিযানে খলিল মন্ডলের বাড়ীর সামনের গলি থেকে মো. রতন মিয়াকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে যৌনপল্লি এলাকার বিসমিল্লাহ বোডিংয়ের সামনে থেকে ৫০৭ পিস ইয়াবাসহ মোশারফকে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদক মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবু বকর মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।