নৌকায় ভোট চাওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকায় ভোট চাওয়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা মমিনুর রহমান ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় মাঠে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই মঞ্চে আওয়ামী প্রার্থীর সঙ্গে বসে নৌকার পক্ষে ভোট চান মমিনুর রহমান।

নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বিএনপি নেতার বক্তব্য রাখার বিষয়টি জানাজানি হলে তাকে বহিষ্কারের দাবি জানান নীলফামারী জেলা এবং ডোমার উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, ডোমার উপজেলা বিএনপির রাজনীতি থেকে এক বেইমানের চিরবিদায় হলো।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু এ সিদ্ধান্ত সেন্ট্রাল বিএনপি নিয়েছে, এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।’

জানতে চাইলে মমিনুর রহমান বলেন, ‘বহিষ্কারের ব্যাপারে কিছু জানি না। এখন পর্যন্ত আমার কাছে কোনো কাগজপত্র আসেনি।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।