ভরা মৌসুমেও আলুর দামে ক্ষোভে ফুঁসছে ক্রেতা

এম মাঈন উদ্দিন
এম মাঈন উদ্দিন এম মাঈন উদ্দিন , উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:৪২ এএম, ০১ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে ভরা মৌসুমেও আলুর দাম বেশি। পাইকারি ৪৫ থেকে ৫০ টাকার আলু খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। সোমবার (১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে এ চিত্র চোখে পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে নতুন আলু এসেছে। রয়েছে পুরাতন আলুও। তারপরও দাম না কমায় হতাশ ক্রেতারা।

মৌসুম চললেও আলুর দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় আলু আমদানি বন্ধ ও দেশীয় আলুর সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে।

এদিকে নতুন আলু এলেও খুচরা বাজারে এখনো পুরোনো আলুর দাম চড়া। পুরোনো আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

বড় দারোগাহাট বাজারের আড়তদার নুরুল হুদা বলেন, বর্তমান বাজারে আড়তে সাধারণ মানের প্রতি কেজি আলু ৪৫ থেকে ৪৭ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ কিছুটা কম। কয়েক মাস ধরে আলুর দাম চড়া। গত অক্টোবরের শেষে আলুর দাম সর্বোচ্চ ৭০ টাকায় পৌঁছায়। এরপর ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। তবে এখন আলু আমদানি হচ্ছে না।

jagonews24

আড়তদাররা বলছেন, বৃষ্টির কারণে আলুর জোগানে ঘাটতি হয়েছে। এই ঘাটতি পূরণে আরও কিছুদিন আলু আমদানি করার প্রয়োজন ছিল। আলুর এমন ঘাটতির কারণেই দাম বাড়তি বাজারে।

বড়তাকিয়ায় বাজারে নিত্যপণ্য কিনতে আসা কামাল হোসেন বলেন, বাজারে ক্রেতার কখনও স্বস্তি নেই। বিক্রেতারা কয়েকদিন পরপর একটি একটি করে পণ্যের দাম বাড়ায়। ভরা মৌসুমে আলুর দাম ৭৫ টাকা কেজি কিনতে হচ্ছে। সঙ্গে চালের দামও বাড়তে শুরু করেছে। সঙ্গে পেঁয়াজের পর আদা-রসুনের দামও বাড়ছে হু হু করে। কিন্তু এগুলো যে দেখবে তারা যেন নিশ্চুপ। তদারকি সংস্থার লোক দেখানো তদারকির জন্য আমরা ক্রেতারা অসাধু ব্যবসায়ীদের কাছে ঠকছি।

মিঠাছড়া বাজারে আসা ছাবের হোসেন বলেন, গত কয়েক বছরের মধ্যে ভরা মৌসুমে আলুর দাম এতে বেশি হয়নি। এবার এখনো আলুর দাম অনেক বেশি। প্রশাসনের তদারকি প্রয়োজন।

মিরসরাই পৌর সদরের কাপড়ের দোকানী আবু তাহের বলেন, আমার জীবনে কখনো ভরা মৌসুমে আলুর দাম এত বেশি দেখিনি। দাম কমার কথা, উল্টো বেড়ে চলেছে।

jagonews24

বারইয়ারহাট পৌর বাজারের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বলেন, দেশীয় আলু পুরোপুরি বাজারে আসতে আরও ১৫ দিনের মতো সময় লাগবে। এর মধ্যে ভারতীয় আলু না আসায় সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে আলু বিক্রি করছেন।

জানতে চাইলে চট্টগ্রাম কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এস.এম নাজের হোসাইন বলেন, বাজারে পণ্যের দাম এখনো অসহনীয়। কিছু পণ্যের দাম নিয়ে ক্রেতার চিন্তা বেড়েছে। দেখা যাচ্ছে মৌসুমেও আলুর দাম হু হু করে বাড়ছে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, এখন নির্বাচনকে ঘিরে ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। সুযোগ পেলে বাজারে গিয়ে মনিটরিং করবো।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।