সুনামগঞ্জ

স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কাজ করে পদ হারালেন ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:০৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর সভায় উপস্থিত হয়ে প্রচারণা চালানোয় এক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব মিয়া।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্যসচিব আসাদুজ্জামান মুন্না স্বাক্ষরিত চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডামি তামাশার নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর সভায় উপস্থিত হয়ে প্রচারণা চালানোয় ৫নং বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে হাবিব মিয়াকে অব্যাহতি দেওয়া হলো। পরে এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আসাদুজ্জামান মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

লিপসন আহমেদ/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।