বিছানাকান্দি সীমান্তে গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে কাওছার আহমদ নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
কাওছার আহমদ গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণপাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিছানাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ পাড়ার কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি আনার জন্য ভারত সীমানা অতিক্রম করেন। এ সময় ওই এলাকার একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাওছারের সঙ্গে থাকা অপর যুবক মোটরসাইকেলে করে মরদেহ বাড়িতে নিয়ে আসে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিছানাকান্দি সীমান্তে যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
আহমেদ জামিল/আরএইচ/জেআইএম