বরিশালের জনসভা মঞ্চে শেখ হাসিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ২টা ৫৯ মিনিটে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

শেখ হাসিনা মঞ্চে উঠার পর একটি দেশাত্মবোধক গান ও নাচ (ধান নদী খাল, এ তিনে বরিশাল) দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান শিল্পীরা।

এর আগে দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালে এসে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে তিনি বরিশাল সার্কিট হাউজে যান। কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান। বিকেল ৪ টায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

শাওন খান/আরএইচ/এমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।