জনসভায় ডিউটি করতে গিয়ে নৌকার পোস্টার ছিঁড়ে বসলেন পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

বরিশালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার ডিউটি করতে গিয়ে ক্লান্ত হয়ে নৌকার পোস্টারের ওপরই বসতে দেখা গেছে দুই পুলিশ সদস্যকে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শেখ হাসিনার নির্বাচনী জনসভার পাশেই দেখা যায় এমন দৃশ্য।

সভাস্থল সংলগ্ন রাজা বাহাদুর সড়ক ঘুরে দেখা যায়, নির্বাচনী জনসভার ডিউটি করতে করতে দুই পুলিশ সদস্য নৌকার ব্যানার ছিঁড়ে ফুটপাতে বিছিয়ে বসে আছেন। এ সময় তাদের পাশে অপর এক পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

jagonews24

ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা পুলিশের এমন কাণ্ড দেখে বিষ্ময় প্রকাশ করেন। তারা বলেন, পুলিশ সদস্যরা এমন কাজ করতে পারেন না।

এদিকে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাজা বাহাদুর সড়কে তাদের দায়িত্ব পালনের জন্য ডিউটি দেওয়া হয়েছে। কিন্তু বসার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি।

শাওন খান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।