বাজার করে জাল টাকা দিলেন কারারক্ষী, পুলিশে দিলেন দোকানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে ও ঝালকাঠি জেলা কারাগারে কর্মরত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাজারের কয়েকজন দোকানদার জানান, সন্ধ্যায় আবু জাফর আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রেডার্স নামে এক দোকান থেকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার জাল নোট দেয়। এসময় সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানায় খবর দেয় দোকানি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে ৫০০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আবু জাফর স্বীকার করেছে সে ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আতিকুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।