স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পাওয়া একটি পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে শেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাবান্ধা স্থলবন্দরের একটি পাথরের সাইটে মর্টারশেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এটি ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল শেলটি ধ্বংস করে। এটি ৫১ মিলিমিটার প্যাকেট বোমা বলে জানা গেছে। তবে শেলটিতে মরিচা ধরার কারণে এটি তৈরির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।