বাঁশখালীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৩


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৪ এপ্রিল ২০১৬

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন মারা গেছেন। নিহতদের মধ্যে আংকুর নুর ও তার ভাই মো. মোস্তফার পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০-৪০ জন। 

উপজেলার গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকাল সাড়ে চারটায় সংঘর্ষ শুরু হয়ে এখনো থেমে থেমে চলছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সমাবেশ আহ্বান করে স্থানীয় এলাকাবাসী। উপজেলা প্রশাসন থেকে সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয় হাজার হাজার নারী পুরুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। এসময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

জীবন মুসা/একে/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।