বুম হাতে ‘শিশু সাংবাদিক’ রাইমা

এমদাদুল হক মিলন এমদাদুল হক মিলন , দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

‘জাগো নিউজের দেশজুড়ে ফেসবুক লাইভে স্বাগত, আমি রাইমা এমদাদ রোজা আপনাদেরকে বিজয় দিবসের খেলায় যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণকারীদের খবর জানাচ্ছি দিনাজপুর শহরের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া থেকে।’

কথাগুলো বলছিল সাংবাদিক কন্যা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাইমা এমদাদ রোজা। মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের লগ-নোটবুক হাতে ও ব্যাগ কাঁধে নিয়ে সাংবাদিক সেজেছিল সে।

সাংবাদিকের কন্যার সাংবাদিক সেজে লাইভ দেওয়ায় ও চিকিৎসক সাজা আরেক শিশু তাজরিন ইমলাম মাওয়ার সাক্ষাৎকার নেওয়ার অভিনয় উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

সোমাবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রিপাড়া যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় ৭৫ জন শিশু যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করে।

আয়োজকদের একজন মিনহাজুল ইসলাম মিনার জানান, যেমন খুশি তেমন সাজ শিশুদের জন্য এই আয়োজনে ৭৫ জন শিশু অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে শিশু শিক্ষার্থী রাইমা এমদাদ রোজা যেভাবে উপস্থাপন করেছে তাতে সবার নজর কাড়ে সে। আমরা বিজয়ী নির্বাচন করলে সেই হয়তো প্রথম হতো। কিন্তু আমরা ৭৫ জন শিশুকেই পুরস্কৃত করবো। কাউকে বিজয়ী ঘোষণা করছি না।

অনুভূতি জানতে চাইলে শিশু শিক্ষার্থী রাইমা এমদাদ রোজা বলে, আমার বাবা একজন সাংবাদিক। আমার বাবা আমার আদর্শ, তাই আমি সাংবাদিক সেজেছি। বড় হয়ে বাবার মতো সৎ ও আদর্শবান বড় সাংবাদিক হতে চাই। আর জাগো নিউজ আমাদের পরিবারের প্রিয় প্রতিষ্ঠান। তাই প্রিয় প্রতিষ্ঠানের লগ ও নোটবুক হাতে নিয়ে সাংবাদিক সেজেছিলাম।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।