ফরিদপুর-২

আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৩

আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সালথার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সালথা বাজার এলাকায় রোববার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় নির্বাচনী প্রচারণা চালিয়ে মাইকিং করায় এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন,
আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালনোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. আক্কাছ মাতুব্বর ও মো. বাদল মাতুব্বর নামের ওই দুই ব্যক্তিকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।