ফরিদপুরে উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রিফাতকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

jagonews24

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে, বিভিন্ন প্রোগ্রামে তাকে দলীয় অনেক দায়িত্ব দেবার পরেও দায়িত্ব পালন না করা ও সেগুলোতে অংশগ্রহণ না করাসহ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল বলেন, দলীয় প্রোগ্রামে অনুপস্থিত, বিশৃঙ্খলভাবে চলাফেরা ও দলীয় বিভিন্ন সিদ্ধান্ত না মানায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।