পছন্দের প্রার্থীর প্রচারণায় চুল কেটে বানালেন ‘ঈগল’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ঈগল প্রতীক নিজের চুল কেটে বানিয়ে নজর কেড়েছেন এক সমর্থক।

রোববার (২৪ ডিসেম্বর) সরাইল বাজারে সিয়াম (২২) নামের ওই সমর্থককে ঈগল আকৃতির চুল কেটে প্রচারণা চালাতে দেখা গেছে।

সিয়াম উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা সিয়াম। পেশায় সিএনজি মেকানিক। সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ভক্ত তিনি।

সিয়াম জাগো নিউজকে বলেন, আমি জিয়াউল হক মৃধার ভক্ত। উনি একজন ভালো মানুষ। আমার এই ছোট বয়সে কোনো দিন তার বদনাম শুনিনি।

তিনি বলেন, জিয়াউল হককে ভালোবেসে মাথায় চুল কেটে উনার নির্বাচনের প্রতীক করেছি। যদি তিনি অন্য প্রতীক পেতেন সেটাও বানাতাম।

এক প্রশ্নের জবাবে সিয়াম বলেন, মাথার চুল কেটে প্রতীক বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রচারণায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা। উনার প্রতিটি জনসংযোগে আমি অংশ নিচ্ছি।

দুলাল সুত্রধর নামে জিয়াউল হক মৃধার এক সমর্থক জানান, সিয়ামের এই চুল কাটা ‘ঈগল’ সবার নজর কেড়েছে। সে সাবেক এমপির প্রচারণায় অংশ নিচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।