ফরিদপুরে বিএনপির পাঁচ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে ওই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- মধুখালীর রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান, কামারখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাগাট ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান সরদার, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর সরদার।

উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংসদ নির্বাচনে বিএনএম প্রার্থীর পক্ষে প্রকাশ্য প্রচারণায় অংশগ্রহণ করায় তাদেরকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।