কাজীরহাট-আরিচা রুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশায় পাবনার কাজীরহাট-আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাজীরহাট-আরিচা রুটে চারটি ফেরি চলাচল করে। ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টার দিকে যমুনা নদীতে দুটি ফেরি আটকা পড়ে। এরমধ্যে কাজীরহাট ঘাট থেকে আরিচায় যাচ্ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি ও আরিচা ঘাট থেকে কাজীরহাট ঘাটে আসছিল বেগম সুফিয়া নামের ফেরি। ফেরি দুটি আটকা পড়লেও কোনো দুর্ঘটনা ঘটেনি। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাজীরহাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।