জলাতঙ্ক রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ১০ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি চেষ্টার অপরাধে সগীর হোসেন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনির পৌর এলাকার মাছ বাজারের ব্যবসায়ী সগীর হোসেন জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু গোপনে অল্প দামে কিনেছিলেন। এরপর ওই গরুটি জবাই করে বাজারে বিক্রির পাঁয়তারা করেন। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে কালকিনি উপজেলা প্রশাসনকে খবর দেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমানকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসিল্যান্ড কায়েসুর রহমান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।