তানোরে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

রাজশাহীর তানোরে গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাব্বি ইসলামের পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপ সরকার উপস্থিত ছিলেন।

‘মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘন এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।