নৌকায় ভোট না দিলে শেখ হাসিনা বড়ই বেজার হইবো: মমতাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

জনগণের উদ্দেশে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আগামীতে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, কোনো জায়গায় রাস্তাঘাট, ব্রিজের অভাব হইবো না ইনশা আল্লাহ। আর যদি না দেন তাহলে শেখ হাসিনা চিন্তা করবো এই ‘বালি বনে পানি ঢাইলা কোনো লাভ আছে’? এত উন্নয়ন করার পরও মানুষ যদি নৌকায় ভোট না দেয় তাহলে শেখ হাসিনা বড়ই বেজার (অসন্তষ্ট) হবে। শেখ হাসিনা বড়ই কষ্ট পাবে আপনাদের ওপরে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নিজের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মমতাজ বেগম।

মমতাজ বেগম আরও বলেন, ‘শত শত কোটি টাকার কাজ করি কোনো পার্সেন্টেজ খাই নাই। যে কারণে আশপাশের দুই চারজন নেতার খুব বেকায়দাও হয়।নিজে না খাইলে অন্যরা খাইতে পারে না। খুব কষ্ট হয় তাদের আমার সঙ্গে চলতে। যে কারণে দুই চারজন নেতা অনেকবার প্রভাবিত করার চেষ্টা করছে। পারে নাই। আমাকে দিয়ে দুই নাম্বারি কাজ করাইতে পারে নাই। আমাকে দিয়ে পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই। টিআর-কাবিখা খাওয়াইতে পারে নাই। চাকরি দিয়ে পয়সা খাওয়াইতে পারে নাই। এ কারণে দুই চারজন বেজার হইছে। মনে করছে মমতাজকে বাদ দিয়া নতুন কোনো পয়সাওয়ালা মানুষ আইনা যদি তার পিছে যাই, তাইলে এখান থেকেও ক্যাশ পামু। আবার দালালি বাটপারি কইরাও পয়সা কামাইতে পারুম। এই ধান্দা করে একদল আমাদের মধ্য থেকে গ্রুপিং করে এখান থেকে ছুটে গেছে।’

তিনি বলেন, ‘তিন থেকে ১০ হাজার টাকা পযর্ন্ত প্রতিমাথা বিক্রি করা হচ্ছে। বড় বড় নেতা হলে তাদের লাখের ওপরে মাথা বিক্রি হয়ে গেছে। এটা কিনছে দুই চারজন নেতার কাছ থেকে।’

নৌকায় ভোট না দিলে শেখ হাসিনা বড়ই বেজার হইবো: মমতাজ

কণ্ঠশিল্পী মমতাজ বেগম আরও বলেন, ‘আপনাদের মাথা কিন্তু বিক্রি হয়ে গেছে। নৌকার বাইরে তারা মার্কা নিয়া আসলো ওমুক মার্কা, তমুক মার্কা। ক্ষুর-কাঁচি মার্কা। আপনারা কি নৌকা বাদ দিয়ে এসব মার্কায় ভোট দেবেন? শেখ হাসিনা কিন্তু বিক্রি হয় নাই। তারা শত কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে কিনতে চেয়েছিল কিন্তু পারে নাই। এখন তারা বাওয়া আওয়ামী লীগ হইছে। ওরা নিয়ে আসছে অন্য মার্কা। মোরগ মার্কা, নারকেল তেল আর ক্ষুর-কাঁচি মার্কা নিয়ে আসছে ওরা। অতত্রব, এদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।’

‘বিনয়ের সঙ্গে বলতে চাই, দুই চারজন লাখ লাখ টাকা পাইবো, লাভবান হইবো; আপনার কী হইবো? এই এলাকার উন্নয়নের ক্ষতি হইবো। তাই নিজের ক্ষতি আপনারা নিজে কইরেন না। যারা মাথা বিক্রি করছে তারা যদি আসে, তাহলে স্পষ্ট বলে দেবেন, টাকা দিয়ে আমাদের কিনতে পারবা না’, যোগ করেন আওয়ামী লীগের এ প্রার্থী।

অনুষ্ঠানে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, পৌরসভার প্যানেল চেয়ারম্যান তসলিম হৃদয়, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বি এম খোরশেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।