হরতালে বাস-ট্রাক ভাঙচুর

বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ট্রাক ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপি-জামায়াতের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন।

পুলিশ জানায়, হরতাল চলাকালে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপু্রে রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ এলাকায় একটি বাস, দুটি মালবাহী ও দুটি পণ্যবাহী কার্গো ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেল ছুড়ে পুলিশের উপর হামলার চেষ্টাও করা হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২৫০ থেকে ৩০০ জনকে।

আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের পরিচয় জানানো সম্ভব নয়।

শামীম সরকার শাহীন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।