ডিভোর্স দেওয়ায় ক্ষোভ

জেল থেকে বের হয়েই সাবেক স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

নাটোরের লালপুরে জিয়া (২৫) নামের মাদক মামলার এক আসামির বিরুদ্ধে শিশুসহ সাবেক স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও রিমার চাচাতো ভাই লালনের মেয়ে মোছা. মাইমুনা (৪)। অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমার সঙ্গে জিয়ার বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর ৩-৪ মাস আগে রিমা তাকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত ছিলেন জিয়া। জামিনে বের হয়ে এসে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখে অ্যাসিড লাগে।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, নারী রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ফোলা দেখা গেছে। শিশুর মুখ ফুলে এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের নিক্ষেপ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ পেলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।