আগের রাতে ভোট পড়েছে বলার সুযোগ পাবে না: ইসি আলমগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

আগের রাতে ভোট পড়েছে এমন কথা বলার কেউ সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, এ ধরনের অপবাদের সুযোগ যেন না থাকে সেজন্য আমরা সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

ইসি মো. আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়েকটি স্থানে ব্যালটে ভোট হয়েছে, সব জায়গায় এভাবেই নির্বাচন করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আশা করি ভোটার উপস্থিতি ভালো থাকবে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

মন্ত্রী ও এমপিদের প্রভাব প্রসঙ্গে আলমগীর বলেন, মাঠ সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। কেউ যেন কাউকে বাধা না দেয়। ১৮ ডিসেম্বর থেকে উৎসব শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে ছে। ভোটারদের মাঝে আমেজ আসতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কারা এজেন্ট হবেন, সেই তালিকা আগে থেকে দিতে হবে। কোনো এজেন্টকে বের করে দেওয়া যাবে না। এজেন্টদের সই ছাড়া কোন ফল ঘোষণা করা যাবে না। কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা ও নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।