বাস ভাঙচুর করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে উত্তেজিত জনতা ধাওয়া করে তাদের গণধোলাই দিয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায় শ্যামল ছায়া পরিবহনের একটি বাস। বাসটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর নামক এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর করে। এ সময় যাত্রীরা প্রাণ ভয়ে নেমে যান। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্বৃত্তদের ধাওয়া করে। পরে রামগোপালপুর ইউনিয়নের উরকুনা গ্রামে গিয়ে তাদের কয়েকজনকে আটক করে মারধর ও একটি মোটরসাইকেলে আগুন দেয় স্থানীয়রা। পরে কৌশলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কয়েকজন দুর্বৃত্তের পরিচয় জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।