ব্রহ্মপুত্র নদে শতাধিক নৌকা ভাসিয়ে শান্তর প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

ব্যতিক্রম আয়োজনে ব্রহ্মপুত্রের শান্ত জলে ভাসা নৌকায় অতিথি হন কৃষক, জেলে, কামার, কুমার, বীর মুক্তিযোদ্ধা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, পুরোহিত ও মসজিদের ইমাম।

Boat Election Symbol

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় ব্রহ্মপুত্র নদের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ফুডপার্কের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্যতিক্রমী এ প্রচারণা।

দলীয় প্রতীক হাতে পেয়ে মোহিত উর রহমান শান্ত ছুটে যান ব্রহ্মপুত্রের পাড়ে। সেখানে নদের দুই পাড়ের মানুষের ব্যানারে আয়োজিত ‘সাহসী নৌকায় দিন বদলের গীত’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। নদের পাড়ের হাজারও দর্শক অভিবাদন জানান নৌকার প্রার্থী শান্তকে। নৌকার মঞ্চে গিয়ে নানা রঙের কাগজের শত নৌকা ভাসানো হয়। জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

Boat Election Symbol

এসময় মোহিত উর রহমান শান্ত বলেন, এ শহরটি বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শহরের যানজট নিয়ে কাজ করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।