নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: ইসি আলমগীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নিরাপদে ভোট দিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে যেতে পারেন সেজন্য সবধরনের প্রচার ও ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোট সবসময়ই উত্তেজনার বিষয়। সে উত্তেজনা আনন্দের, দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
এসময় নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলামসহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সঞ্জিত সাহা/এসআর/এএসএম