বিজয়ের ৫৩ বছর
দেশে ৫৩ ময়লার ভাগাড়ে ফুলের বাগান করলো ‘বিডি ক্লিন’
বিজয়ের ৫৩ বছর উপলক্ষে দেশে ৫৩টি ময়লার ভাগাড় ফুলের বাগানে রূপান্তরিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন টিম’। মাসব্যাপী এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানের ময়লার ভাগাড়গুলো পরিষ্কার করে ফুলের বাগান করা হয়।
এরই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের গেটের সামনে দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান করেছে ‘বরিশাল বিডি ক্লিন টিম’।
বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান জাগো নিউজকে বলেন, শতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। পরে ময়লা পরিষ্কার করে সেখানে নিজেদের অর্থায়নে ৮৫টি ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।
জায়েদ আরও বলেন, মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সদর, পটুয়াখালী, বরগুনা ও তালতলী উপজেলা, ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা, বরিশোলের গৌরনদী, ঝালকাঠি ও নলছিটি উপজেলাসহ বেশ কয়েকটি ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান করা হয়েছে।
শাওন খান/এসআর/জিকেএস